কার্যকর হচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৫:০৪
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের সংশোধিত বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর হতে পারে জানুয়ারীতে এমনটাই আভাস দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া।
শনিবার (৫ ডিসেম্বর) নাগরিকত্ব বিল নিয়ে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কৈলাশ বিজয়বর্গিয়া। তিনি বলেন, কেন্দ্র এবং জাফরান দল পশ্চিমবঙ্গের বিশাল শরণার্থী জনগোষ্ঠীকে নাগরিকত্ব দিতে আগ্রহী। যে জন্য আগামী বছরের জানুয়ারি থেকে বিলটি কার্যকর হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ’র অধীনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে। এ বিষয়ে আমরা আশাবাদী। প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে আসা নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মহৎ উদ্দেশ্যই বিল পাশ করে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। পড়ে তুমুল সমালোচনা আর সহিংস বিক্ষোভের মধ্যেই ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।