ভারতে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমতি চাইল ফাইজার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৭:২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের কাছে জরুরি ভিত্তিতে করোনার টিকা প্রয়োগের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। ভারতের ডাগ্রস কন্ট্রোলার জেনারেল কাছে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (৬ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে।
ইতোমধ্যে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং বাহরাইন।
ভারতীয় গণমাধ্যমগুলি জানিয়েছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার।
ভারতের বাজারে সাধারণত কোনও প্রতিষেধক ব্যবহারের আগে তাদের পেরোতে হয় শেষ পর্বের ট্রায়াল প্রক্রিয়া। দেশজুড়ে বেশ কয়েকটি ভ্যাকসিন আপাতত সেই পর্যায়েই। ফাইজারের তৃতীয় ধাপে ৯৫ শতাংশ করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ভারতে এ পর্যন্ত ৯৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রন্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।