শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে আর্মেনিয়া

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ১৭:১৫

ইন্টারন্যাশানাল ডেস্ক:

ক্রমশ তীব্র হচ্ছে আর্মেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ। প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ানের পদত্যাগের দাবীতে প্রায় ২০ হাজার মানুষ রাস্তায় নেমেছে বলে খবর প্রকাশ করেছে ডয়েচে ভেলে।

এদিকে প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে রোববারেও জানিয়েছেন, আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না।

এ দাবিতে আর্মেনিয়ার রাজধানীতে গত শনিবার এবং রোববার লাগাতার বিক্ষোভ সমাবেশ হয়েছে আর্মেনিয়ার রাজধানীতে।

প্রায় ছয় সপ্তাহ যাবৎ নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলে। যুদ্ধে আজারবাইজান গত তিন দশক আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে থাকা কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করেছে এবং আর্মেনিয়ার মদদে আজারবাইজান নিজেদের স্বাধীন সরকার তৈরি করেছিল।

এদিকে ছয় সপ্তাহের যুদ্ধে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু পর শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে তিন দেশের মধ্যে একটি চুক্তি হয়। ফলে নাগোরনো-কারাবাখের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে চলে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে।

এর পরেই আর্মেনিয়ায় প্রধানন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ন বলেছেন চুক্তি সই করে আজরবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে।

শনিবার ও রোববার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শেষে বলছে, আজারবাইজানের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুণ্যভূমি তুলে দিয়েছে আর্মেনিয়া। ওই সব অঞ্চলে আর্মেনিয়ার মানুষ নিয়মিত তীর্থে যেতেন। রাশিয়া অবশ্য আগেই আজারবাইজানকে বলেছিল, কোনো চার্চ বা ধর্মস্থান ধ্বংস করা যাবে না।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top