স্যাটেলাইটের মাধ্যমে ইরানের বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরাইল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ১৭:২০
ইন্টারন্যাশানাল ডেস্ক:
ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার জন্য সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে দাবী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি। খবর তাসনিম নিউজের।
রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদেহর স্মরণে এক অনুষ্ঠানে এই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ এ তথ্য জানিয়ে বলেন, ভাল করে ইসরাইল জানে, তাদের এই ন্যক্কারজনক কাজের জবাব দেয়া হবে।
তিনি আরো বলেন, মার্কিনিরা ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে। আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ায় তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে।
জেনারেল শারিফ বলেন, ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র হ্যওয়ায় তার সভ্যতার কোনো ভিত্তি নেই। ইসরাইল বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ২ হাজার ৭০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এতসব হত্যাকাণ্ড চালিয়েও কিছুতে ইসরাইল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুশিয়ার করেন।
প্রসঙ্গত, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।