এবার কানাডাতে অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১২:২২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
তৃতীয় দেশ হিসেবে কানাডাতে অনুমোদন পেলো ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন। এর আগে প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য ও তারপরে বাহরাইন।
বুধবার (৯ ডিসেম্বর) কানাডার স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
কানাডার স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সুপ্রিয়া শার্মা বলেন, ফাইজারের ভ্যাকসিন আমরা নিরাপদ ও কার্যকর মনে করছি বলেই অনুমোদন দিয়েছি। করোনা মোকাবিলায় যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবুও আমাদের পর্যবেক্ষণ চলবে। আমরা ব্রিটেনের টিকা কর্মসূচির দিকেও নজর রাখছি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।