ভারতে বাস উল্টে ২৬ পুণ্যার্থীর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২২, ০৪:৫৭

ভারতে বাস উল্টে ২৬ পুণ্যার্থীর মৃত্যু

ভারতের উত্তরকাশীতে তীর্থযাত্রী বোঝাই বাস উল্টে ২৬ পুণ্যার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

সোমবার (৬ জুন) জি নিউজের খবরে বলা হয়, রোববার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা দেওয়া হয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। তিনি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন।



বিষয়: ভারত


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top