ইএমএ সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১১:৩৩
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। ইএমএ’র ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি’র তথ্য মতে, কয়েক সপ্তাহের মধ্যেই আরো দু’টি ভ্যাকসিনের অনুমোদনে কাজ করছে ইএমএ। তবে এ সাইবার হামলায় এই ভ্যাকসিন দু’টির অনুমোদনে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে ইএমএ । ইএমএ হামলার তথ্য প্রকাশ করলেও এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ইএমএ’র এক কর্মকর্তা জানায়, সাইবার হামলার ঘটনার তদন্ত চলছে। এই হামলা করোনা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না।
প্রসঙ্গত, এর আগেও সাইবার হামলার চেষ্টা হয়েছে। এরপরই ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ বিষয়ে দায়িত্ব প্রাপ্তদের হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন সর্বশেষ এই ঘটনা আবারও সবার জন্য সতর্ক বার্তা।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।