ফ্রান্সে ইসলামবিদ্বেষকে উসকে দিয়ে আইন পাস
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৪:২৮
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
বাক স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার মোড়কে ফ্রান্সে কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন আইন পাস করা হয়েছে। ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিমবিরোধী নতুন আইনে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
এর মধ্য দিয়ে নারীর ধর্মীয় পোশাক ও ঘরোয়া ইসলামি শিক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, শিশুদের বয়স তিন বছর হলেই স্কুল বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ কোনো কারণ ছাড়া ঘরোয়া শিক্ষা দেওয়া যাবে না। মূলত কঠোর অনুশাসন শেখার ‘অপ্রকাশ্য’ স্কুল বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, প্রত্যেক মসজিদকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে, যাতে সহজে সেগুলো শনাক্ত করা যায়। মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ হবে না, তবে সেটি ১০ হাজার ইউরোর বেশি হলে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সরকারি অফিসসহ মার্কেট, সুইমিংপুল ও পরিবহন খাতে ধর্মীয় পোশাক পরায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নারীদের হিজাব পরার ওপর আরও বেশি কড়াকড়ি আরোপ হলো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মসজিদ, সমিতি, সরকারি অফিস এবং স্কুলগুলোতে নজরদারি বাড়াতে আইনটি আনছে ফ্রান্স। তবে ৫০টি ধারার এ আইনে ‘ইসলাম’ বা ‘মুসলিম’ কোনো শব্দই উল্লেখ করা হয়নি।
মুসলিমবিরোধী আইনটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক ওঠায় ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্স জানান, এটি সুরক্ষার আইন। কোনো ধর্মের বিরুদ্ধে এ আইন নয়। চরমপন্থি থেকে মুসলিমদের এটি মুক্তি দেবে।
সামনে কয়েক মাসে পার্লামেন্টের অধিবেশনে আইনটি নিয়ে তর্ক-বিতর্ক করবেন ফ্রান্সের আইনপ্রণেতারা। এরপর এটি চূড়ান্তভাবে পাস হবে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।