এবার ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল সৌদি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৪:১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যের ২য় দেশ হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যে এর আগে ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় বাহরাইন।

সৌদি প্রেস এজেন্সি থেকে দেওয়া একটি বিবৃতি বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম আরব নিউজ ও দ্যা হিল।

আরব নিউজ ও দ্যা হিল তাদের প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি থেকে দেওয়া বিবৃতি তুলে ধরে। সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা প্রতিরোধে দেশের স্বাস্থ্য দফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।

তবে কবে থেকে সৌদির সাধারণ নাগরিক করোনার এই ভ্যাকসিনটি পাবে তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top