বাইডেনের ছেলে হান্টারের কর নিয়ে চলছে তদন্ত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৩২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে কেন্দ্রীয় কৌঁসুলিরাই এ তদন্ত পরিচালনা করছেন।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ খবর প্রকাশ করা হয়েছে।
হান্টার বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এ তদন্তের বিষয়টি ঘিরে আমি অনেক গুরুত্বর্পূণ বিষয় শিখতে পেরেছি। আমি আত্মবিশ্বাসী যে একটি পেশাদারী পর্যালোচনার মাধ্যমে প্রমাণ হবে, আমি আমার বিষয়গুলো আইনি ও যথাযথভাবে পরিচালনা করেছি। তবে তদন্তের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাননি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন তাঁর ছেলেকে নিয়ে খুবই গর্বিত, যিনি সম্প্রতি ভয়াবহ ব্যক্তি আক্রমণসহ বিভিন্ন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।
বিবিসি তার প্রতিবেদনে লিখেছে, এমন এক সময়ে বাইডেন পুত্র হান্টারের কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে যখন বাইডেন নতুন প্রশাসনের মন্ত্রিসভা সাজাচ্ছেন। তবে, এ তদন্ত যদি আগামী মাসের ২০ তারিখের পরও চলে তাহলে বাইডেনের বেছে নেওয়া অ্যাটর্নি জেনারেল তদন্তটির দেখভাল করতে পারবেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।