শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৫ কোটি মানুষ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৩:১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ও মৃত্যু যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সুস্থ হওয়ার হার। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি। সুস্থ হয়েছে ৫ কোটি মানুষ। মারা গেছেন ১৬ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, শনিবার দুপুর ১ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৭০৩ জন। মারা গেছেন ১৬ লাখ ১ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছেন ৪ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৫০ জন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ২ কোটি ৮৪ হাজার ৯৫০ জন রোগী চিকিৎসাধীন এবং ১ লাখ ৬ হাজার ৫৫২ জন (০.৫%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে সুস্থ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। মারা গেছে ৩ লাখ ২ হাজার ৭৬২ জন। সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৭ হাজার ৪৭৬ জন।

আক্রান্তের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বেড়েছে সুস্থতার হারো। ভারতে আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন। মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন।

আক্রান্তের তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন। মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৫৪ হাজার ৭৪৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, উচ্চ সংক্রমণ নিয়ে তুরস্ক অষ্টম, স্পেন নবম, আর্জেন্টিনা দশম। বাংলাদেশের অবস্থান ২৬তম।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top