রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:০২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের রাজস্থানের চিতোরগড়ে ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) নিম্বাহেড়া মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক এবং জিপের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি বড় ট্রাক। এতে জিপটি উল্টে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানতে না পারলেও তদন্ত শুরু করেছে প্রশাসন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top