রুপির দরপতনে ফের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ০১:৫১

রুপির দরপতনে ফের রেকর্ড

মুদ্রাস্ফীতি চলছে বিশ্বজুড়ে। এতে ভারতীয় রুপির দরপতন হচ্ছে। এ দরপতনের শেষ রেকর্ডও ভেঙেছে রুপি। ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। এর পর থেকে এখনও পর্যন্ত ডলারের বিপরীতে মোট ২৬ বার রুপির দরপতন ঘটেছে। ৭৪ রুপি থেকে এ পতন শুরু হয়ে ৮০ রুপিতে পৌঁছেছে। এর মধ্যে চলতি মাসেই পাঁচবার পতন ঘটেছে রুপির।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ দরপতন ৮০ থাকলেও সামনে আরও নিচে নেমে যেতে পারে। এরই মধ্যে ভারতে মুদ্রাস্ফীতির হার ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। গত ৪০ বছরে এটা সর্বোচ্চ। আরও বড় সংকটে পরতে পাড়ে বলে তাদের দাবি।

বর্তমান জ্বালানি সংকটে দেশের চাহিদা ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে থাকে ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এই জ্বালানিতে প্রভাব পড়েছে। খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না বলে জানান এই বিশেষজ্ঞরা।

রুপির এ পতন ঠেকাতে ইতোমধ্যেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কিছু পরিকল্পনা নিয়েছে। আমদানিকৃত সোনার ওপর উচ্চহারে শুল্ক নির্ধারণ করা হয়েছে, বিক্রি করা হচ্ছে গচ্ছিত ডলার। কিন্তু লাগাম টানতে পারছে না রুপির দরপতন।

সূত্র: এনডিটিভি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top