সোমবার থেকে করোনার টিকা দেয়া শুরু যুক্তরাষ্ট্রে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫৩
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরিভিত্তিতে অনুমোদন দেয়ার পর সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।
আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র তথ্য মতে, প্রথম দফায় যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ কোটি ডোজ টিকা পাঠানো হচ্ছে। টিকা সরবরাহে নিযুক্ত কর্মকর্তা জেন গুসটেভ পেরনা এ তথ্য জানায়।
ফাইজারের এ ভ্যাকসিন ৯৫% কার্যকর প্রমাণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরিভিত্তিতে দেশটিতে অনুমোদন দেয়া হয়। মার্কিন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি অনুমোদন প্রদানের পক্ষে সমর্থন দিয়েছেন।
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ভ্যাকসিনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ইউরোপিয়ান ব্লকের নিজস্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহ ধরে সাইবার আক্রমণ হওয়া সত্ত্বেও এগুলো অনুমোদনের পথে রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।