এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ল ইসরাইল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:০৬
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। শনিবার (১৩ ডিসেম্বর) ইহুদিবাদী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশখেনাজি এক বিবৃতিতে বলেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার চক্র আরও সম্প্রসারিত হচ্ছে। ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এশিয়ায় ইসরাইলি সম্পর্কের গভীরে নতুন একটি স্তর তৈরি হয়েছে।
নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এমন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এর আগে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে ইসরাইলের শান্তিচুক্তির কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত আগস্ট থেকে চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে। তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সুদান, মরক্কো ও বাহরাইন।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, ওমান ও ইন্দোনেশিয়ার মতো কিছু এশীয় দেশ সম্পর্ক স্থাপনের লাইনে আছে।
ভারতে ইসরাইলি রাষ্ট্রদূত রন মালকা বলেন, শনিবার ভুটানের তার সমকক্ষ মেজর জেনারেল ভেটসপ নিমগিলের সঙ্গে আমি চুক্তি সই করেছি। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক দিনে এশীয় দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে।
আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর পর্যটন, বিমান ও অর্থনৈতিক সেবাসহ বিভিন্ন ইস্যুতে আরও বেশ কয়েকটি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির মধ্যস্থতা করেছেন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।