ইসরাইলে নেতানিয়াহুর বাড়ি ঘেরাও

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তত দুই হাজার মানুষ পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে জড়ো হয়ে কাসারেয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে এ বিক্ষোভ করেন। টানা ২৫ সপ্তাহ ধরে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমনকি ‘ক্রাইম মিনিস্টার’ উপাধিতেও ডাকা হচ্ছে।

নিউজফ্ল্যাশ৭১

জার্মানি থেকে সাবমেরিন কেনায় ২ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তাছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরাইলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ।

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাহির এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top