ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠালো রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২২, ১০:২৫
ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৯ আগস্ট) ‘খৈয়াম’ নামের এই স্যাটেলাইটটি কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত ‘বাইকোনুর’ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে নজরদারি করবে রাশিয়া। স্যাটেলাইটটি বহন করেছে রাশিয়ার সয়ুজ রকেট।
রাশিয়ান মহাকাশ সংস্থার প্রধান ইউরি বোরিসভ বলেছেন, ‘এটি রুশ-ইরান দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নতুন এবং বৃহত্তর প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো।’
ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর খৈয়াম উপগ্রহ উৎক্ষেপণকে ‘ঐতিহাসিক’ এবং ‘দুই দেশের মধ্যে মহাকাশের ক্ষেত্রে একটি নতুন মিথস্ক্রিয়া শুরুর জন্য একটি টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন।
ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, তারা খৈয়াম' স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পেতে শুরু করেছে।
ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ, বন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এই স্যাটেলাইটকে কাজে লাগানো হবে। এছাড়া দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইরান স্যাটেলাইট মহাকাশ রাশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।