চাঁদের মাটি-পাথর নিয়ে ফিরল চীনের মহাকাশযান

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:২৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চাঁদ নিয়ে মানুষের জল্পনা-কল্পনার সীমা নেই। তারই জের ধরে এবার চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে পৃথিবীতে ফিরলো চীনের চন্দ্রযান চ্যাং’ই ৫।

পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে পৃথিবীতে অবতরণ করেছে ক্যাপসুলটি। পৃথিবীতে নামার আগে এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়। এসময় গতিবেগ কমে যায়। তারপর প্যারাসুটে করে তা নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াং-এ। সেখান থেকে ৩০০ কেজির ক্যাপসুল উদ্ধারে কাজ করেন কর্মীরা।

চাঁদে সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি জানিয়েছেন, চাঁদ থেকে আনা মাটি ও পাথর একেবারে অমূল্য সম্পদ।

এর আগে চলতি মাসের শুরুর দিকে চাঁদের মন্স রামকার নামক অঞ্চলে মহাকাশযানটি অবতরণ করে। প্রাচীনকালে অঞ্চলটিতে আগ্নেয়গিরি ছিল বলে ধারণা করা হয়। চাঁদ থেকে দুই কেজির মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে মহাকাশযান চ্যাং’ই ৫।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top