পুলিৎজার বিজয়ী কাশ্মীরি ফটো সাংবাদিককে যুক্তরাষ্ট্রে ‘যেতে বাধা’

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৮:০৮

পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক সানা ইরশাদ মাট্টু

পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক সানা ইরশাদ মাট্টু’র বিদেশ ভ্রমণ আটকে দিয়েছে ভারত। সানা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ফটো সাংবাদিক।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ছবি তুলে ২০২২ সালে পুলিৎজ়ার পান তিনি। নয় এপ্রিল পুলিৎজার জয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। সেই পুরস্কার গ্রহণ করতেই নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি। খবর বিবিসির।

সানা ইরশাদ মাত্তুর সফর আটকে দেয়ার বিষয়ে ভারত সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সানা ইরশাদ বলেছেন, চার মাসের মধ্যে তার বিদেশ সফর এটা নিয়ে দ্বিতীয়বার আটকে দেয়া হয়েছে।

তিনি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন, কেন তাকে সফর করতে দেয়া হচ্ছে না। কিন্তু তারা কোনো কারণ জানাতে পারেননি। এ বছর বেশ কিছু অধিকারকর্মী ও সাংবাদিককে ভারতে প্রবেশ অথবা ভারতের বাইরে যেতে দেয়া হয়নি।

পুলিৎজারকে ‘প্রত্যেক সাংবাদিকের স্বপ্ন’ আখ্যায়িত করে মাট্টু বলেন, পুরস্কার অনুষ্ঠানে যোগদানের সুযোগ না পেয়ে তার ‘মন ভেঙে গেছে’।

এরআগে, মার্চে সাংবাদিক রানা আইয়ুবকে মুম্বই বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস-এর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে তার বৃটেনে যাওয়ার কথা ছিল। এপ্রিলে ব্যাঙ্গালোর বিমানবন্দরে থামিয়ে দেয়া হয় অ্যামনেস্টি ইন্ডিয়ার সাবেক প্রধান আকার প্যাটেলকে। একবার নয়, দু’বার তাকে বিমানে উঠা আটকে দেয় কর্তৃপক্ষ। এমি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ভারর্তীয় বশোদ্ভূত মার্কিন সাংবাদিক অঙ্গদ সিংকে দিল্লি অবতরণের পর নিউ ইয়র্কে ফেরত পাঠানো হয়।

এ সম্পর্কে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। চলতি বছরের শুরুর দিকে ভারতের কেন্দ্রীয় সরকার ইউনিভার্সিটি অব সাসেক্সের নৃবিজ্ঞানী, প্রফেসর ফিলিপ্পো ওসেলা’কে ফেরত পাঠিয়েছে। তিনি কমপক্ষে ৩০ বছর ধরে ভারত পরিদর্শন করছিলেন।

শ্রীনগরের বাসিন্দা ২৮ বছরের সানা সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে চিত্রসাংবাদিকের কাজ করেন। ২০২২ সালে রয়টার্সের আরও দুই চিত্রসাংবাদিকের সঙ্গে পুলিৎজার পুরস্কার পেয়েছেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top