সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পিএসজির স্বপ্নভঙ্গ——উত্তাল ফাইনালে চেলসির দুর্দান্ত শিরোপা উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৩:৪১

ছবি: সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে ইউরোপিয়ান জায়ান্ট পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাব চেলসি।

চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ছিল ম্যাচের ফেভারিট। কিন্তু মাঠে একচেটিয়া দাপট দেখিয়ে তাদের হারিয়ে দিলো চেলসি। ম্যাচের হিরো— কোল পালমার। প্রথমার্ধেই করলেন দুটি গোল, সাথে একটি অ্যাসিস্ট। ২২ মিনিটে বাঁ পায়ের নিচু শটে এগিয়ে দেন চেলসিকে। এর মাত্র ৮ মিনিট পর, একক প্রচেষ্টায় আরেকটি গোল!

৪৩তম মিনিটে জোয়াও পেদ্রো করেন তৃতীয় গোলটি—পালমারের অ্যাসিস্ট থেকেই। পিএসজি বেশ কয়েকবার চেষ্টা করেও গোলের মুখ দেখতে পারেনি। রবার্ট সানচেস ছিলেন প্রাচীরের মতো—দেম্বেলে, ভিতিনিয়া, নেভেস—সবাইকে আটকে দেন চেলসির এই গোলরক্ষক।

৮৫তম মিনিটে পিএসজি নামে ১০ জনে—জোয়াও নেভেস লাল কার্ড দেখেন কুকুরেইয়ার চুল ধরে টান দেওয়ায়! ম্যাচ শেষে উত্তেজনার পারদ চড়ে—পিএসজি কোচ এনরিকে ঘুষি মারেন চেলসির জোয়াও পেদ্রোকে!

সব উত্তাপ ছাপিয়ে, চেলসির জন্য ছিল আনন্দের রাত। নতুন কোচ এন্টসো মারেস্কার অধীনে এটা তাদের দ্বিতীয় শিরোপা—এর আগে জিতেছে কনফারেন্স লিগও।

ট্রফি তুলে দেন ফিফা সভাপতি ইনফান্তিনো ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর স্ট্যামফোর্ড ব্রিজে নাম লেখালো নতুন ইতিহাস—বিশ্বসেরা ক্লাব এখন চেলসি!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top