বিশ্বে ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৯
মহামারি করোনাভাইরাসে বিশ্বে বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ কোটি। সুস্থ হয়েছে প্রায় ৬ কোটি মানুষ। মারা গেছেন সাড়ে ১৭ লাখ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার ২৯ জন। মারা গেছেন ১৭ লাখ ৪৯ হাজার ৬০৬ জন। সুস্থ হয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৫৬১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ১১ হাজার ৩২৬ জন। মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৬৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ১২৩ জন।
আক্রান্তে ২য় অবস্থানে রয়েছে ভারত। ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৪৭ হাজার ৪৬৮ জন। মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ১২৮ জন। সুস্থ হয়েছেন ৯৭ লাখ ১৭ হাজার ৮৩৪ জন।
আক্রান্তে ৩য় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ২৫ হাজার ৫৯৩ জন। মারা গেছে ১ লাখ ৯০ হাজার ৩২ জন। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪৯ হাজার ৮২২ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, উচ্চ সংক্রমণ নিয়ে তুরস্ক অষ্টম, স্পেন নবম, আর্জেন্টিনা দশম। বাংলাদেশের অবস্থান ২৬তম।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।