করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৬:৪৪

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ করোনায় আক্রান্ত হয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেব মঙ্গলবার শেহবাজ শরীফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। খবর জিও নিউজের।

এক টুইট পোস্টে মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

সোমবার (১৪ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরেন শাহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত করেন। অসুস্থতার কারণে তিনি দুইবার সফর বাড়িয়েছেন। বিমানবন্দর ছাড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী শরিফের হালকা জ্বর দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে ভ্রমণ না করার পরামর্শ দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে ২০২০ সালের জুনে এবং চলতি বছরের জানুয়ারিতে দুই দফায় করোনায় আক্রান্ত হয়েছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top