সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করলো আরব বিশ্বের প্রথম চন্দ্রযান

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮

চাঁদের উদ্দেশে চন্দ্রযান রশিদের যাত্রা

চাঁদের উদ্দেশে যাত্রা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চন্দ্রযান ‘রশিদ’। রোববার (১১ ডিসেম্বর) এ যাত্রার মাধ্যমে দেশটির দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ঐতিহাসিক সূচনা হলো। আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজে বলা হয়, রশিদের যাত্রা শুরুর সময় দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ ইউএইর মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমে ছিলেন।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে রশিদ রোভারকে চাঁদে পৌঁছে দিতে যাত্রা শুরু করে। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের ১'র দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি আগামী পাঁচ মাসের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন স্পেস ফোর্স পরিচালিত লঞ্চ সাইট কমপ্লেক্সের একটি প্যাড থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে রোববার বেলা ১১টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে রশিদ রোভার। ইসপেসের ল্যান্ডারটি রকেট থেকে লিফট-অফের প্রায় ৩৫ মিনিট পরে আলাদা হয়, পরে চাঁদে তার একক যাত্রা শুরু করে। হাকুটো-আর মিশন ১ ল্যান্ডারটি জ্বালানি সাশ্রয় ও খরচ কমাতে দীর্ঘ পথ পাড়ি দেবে। চাঁদের কাছাকাছি যেতে এটি সূর্যের মাধ্যাকর্ষণ সহায়তা ব্যবহার করবে।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানিয়েছেন তাদের এ মিশন তখনই সফল হবে যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। এ ব্যাপারে সালেম আল মারিও বলেন, এটি অসাধারণ উৎক্ষেপণ ছিল। আমরা খুশি যে এটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। তারা যা করে সেটিতেই ভালো। এখন চাঁদের দিকে যাওয়ার কঠিন এক যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে এবং আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top