• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষারঝড়ে ফ্লাইট বাতিল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২১:০৬

যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষারঝড়ে ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতকালীন ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাড়ে ১৩ কোটি মানুষের জীবন। তাপমাত্রা এতটাই নিচে নেমে গেছে, খালি গায়ে থাকলে মাত্র ১০ মিনিটের মধ্যে ফ্রস্টবাইট বা গরম রক্ত চলাচলের অভাবে টিস্যু জমে গিয়ে ত্বক ফেটে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তুষারঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ায় অন্তত ৪ হাজার ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলো।

মার্কিন জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, দেশের কিছু অংশে চলতি সপ্তাহের শেষ নাগাদ মাইনাস ৪৫ থেকে মাইনাস ৭০ ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে কয়েক রাজ্যে।

এদিকে হোয়াইট হাউজের ব্রিফিংয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন নাগরিকদের সতর্ক করে বলেছেন, এটি সেই তুষার দিনের মতো নয়, যেটি আপনি ছোট সময় দেখেছেন। এটি ভয়াবহ বিষয়।

অপরদিকে কানাডার অন্টারিওর অধিকাংশ এলাকা এবং কুইবেকের কিছু অংশ ব্যাপক তুষারঝড়ের কবলে পড়েছে। এটি আগামী কয়েক দিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কেন্দ্র।

সূত্র: বিবিসি

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top