রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জাপানের নতুন প্রধানমন্ত্রী সুগা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

ইউশিহিদে সুগা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী শিনজো অ্যাবের উত্তরসূরি ইউশিহিদে সুগাকে বেছে নিল ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টি-এলডিপি।

৭১ বছর বয়সী মি. সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন।  সুগা সাবেক প্রধানমন্ত্রী শিন-জো অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ।

সংসদ সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিদের কাছ থেকে ৫৪৪টি ভোটের মধ্যে ৩৭৭টি ভোট পেয়ে রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি- এলডিপির সভাপতি পদে বড় ব্যবধানে বিজয়ী হন সুগা।

দেশটিতে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ২০২১ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন ইউশিহিদে সুগা।

দীর্ঘ আট বছর ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শিনজো অ্যাবে গত (২৮ আগস্ট) শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top