রাশিয়ার সাথে যৌথ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণ করতে চায় তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ১৫:৩১

রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পর এখন রাশিয়ার সাথে যৌথভাবে তা নির্মাণ করতে চায় তুরস্ক। পাশাপাশি, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তিও চেয়েছে দেশটি।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধান ইসমাইল দামির বলেন, রাশিয়ার কাছ থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে তৈরি আছে আঙ্কারা। তবে তা করতে হবে যৌথভাবে এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তিও আঙ্কারাকে দিতে হবে। তবে তুরস্কের এই শর্ত রাশিয়া মানবে কিনা, তা স্পষ্ট নয়।

রাশিয়ার থেকে তুরস্কের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে প্রথম থেকেই চরম বিরোধীতা করে আসছে যুক্তরাষ্ট্র। এই বিরোধীতার মুখে ২০১৭ সালে রাশিয়ার সঙ্গে আড়াইশ' কোটি ডলারের চুক্তিতে সই করে তুরস্ক। সে অনুযায়ী ২০২০ সালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ আঙ্কারার কাছে হস্তান্তর করে মস্কো।

এস-৪০০ কেনার ফলে তুরস্ককে বিভিন্ন চাপ হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সব ধরণের মার্কিন চাপ উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে দেশটি

সূত্র- পার্সটুডে

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top