রাশিয়ার দক্ষিণাঞ্চলে বৃহত্তম মহড়ায় অংশ নিচ্ছে ৮০ হাজার সেনা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩
ইন্টারন্যাশনাল ডেস্ক:
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বড় ধরণের সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ছয়টি দেশ। রাশিয়ার দক্ষিণাঞ্চলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই মহড়া। ককেশাস-২০২০ নামে এই সামরিক মহড়ায় অংশ নিতে ছয় দেশকে আমন্ত্রণের কথা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়; চীন , ইরান, বেলারুশ, আর্মেনিয়া, পাকিস্তান ও মায়ানমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে থাকার কথা রয়েছে; আজারবাইজান, কাজাখস্তান, তাজিকিস্তান-সহ আরও ছয় দেশের প্রতিনিধিদের।
ককেশাস-২০২০ নামের এ মহড়া চলবে ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে এ মহড়া গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার আগে ককেশাস-২০২০ মহড়া সম্পর্কে জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শত্রু পক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয় সেখানে।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।