রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ইরাকে মার্কিন বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা অব্যাহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৫

ফাইল ছবি: ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চোরাগোপ্তা হামলা অব্যাহত রয়েছে ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনীর ওপর। এবারও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়েছে মার্কিন সামরিক বহর। ইরাক সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন খবর।

সর্বশেষ দুটি হামলার একটি হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে। আর দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় ব্যাবেল প্রদেশে। সোমবার রাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল এ খবর জানায়। খবরে বলা হয়, আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর দুটি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সামরিক বহরের ট্রাকগুলোতে ইরাকি ড্রাইভার ছিল। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

এদিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালেও বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাগদাদের গ্রিন জোনে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি অফিস-আদালত এবং মার্কিন দূতাবাস।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top