রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমেরিকার বিমান ভূপাতিত করেছে ভেনিজুয়েলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪০

ভেনিজুয়েলায় ভূপাতিত যুক্তরাষ্ট্রের একটি বিমান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আবারো মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে ভেনিজুয়েলায়। ভেনিজুয়েলার আকাশ সীমায় প্রবেশের পর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বিমানকে ভুপাতিত করে দেশটির সামরিক বাহিনী।

এক টুইটার পোস্টে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর রেভেরোল জানিয়েছেন, “আমেরিকায় রেজিস্ট্রেশন করা ভূপাতিত এ বিমান মাদক চোরাচালান কাজে ব্যবহার হচ্ছিল। বিমানটি আইন লঙ্ঘন করে জুলিয়া প্রদেশ দিয়ে ভেনিজুয়েলার আকাশে প্রবেশ করে। ভেনিজুয়েলার সামরিক বাহিনী তা শনাক্ত করার পর সমস্ত নিয়ম মেনে বিমানটি ভূপাতিত করে।”

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্থায়ীভাবে সতর্ক অবস্থায় আছে ভেনিজুয়েলা। তার দেশের আকাশ সব সময় পর্যবেক্ষণে রাখা হচ্ছে, যাতে কলম্বিয়া থেকে অবৈধভাবে মাদক চোরাচালানে ভেনিজুয়েলার আকাশ ব্যবহার না হয়।
কলম্বিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ। দু’মাস আগে গত ৮ জুলাই জঙ্গিবিমানের সাহায্যে আমেরিকার একটি মাদকবাহী বিমান ধ্বংস করে ভেনিজুয়েলার সামরিক বাহিনী।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top