ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫
ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বার্তা সংস্থা ইরান প্রেস জানায়, ইস্পাহানে অবস্থিত দেশটির চতুর্থ আর্মি এভিয়েশন ঘাটিতে এ পরীক্ষা চালানো হয়। বুধবার ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামোশি জানান, ট্যাংক বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্র শাফাক সফলভাবে ছোড়া হয়েছে।
হেলিকপ্টারে বহনযোগ্য এ ক্ষেপণাস্ত্র, ইরানের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে বলে আশা করেন সেনা কর্মকর্তারা। কেন্দ্রিয় ইরানে অবস্থিত ইস্পাহানে চতুর্থ আর্মি এভিয়েশন ঘাটি হচ্ছে পশ্চিম এশিয়ার বৃহত্তম বিমান ঘাটি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে এ ঘাটির উন্নয়ন এবং আধুনিকায়নে মনযোগী হয়েছে ইরান।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।