সৌদি’র আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে হুথিদের হামলা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আবারও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশে আবহা বিমান বন্দরে এ হামলা চালান হয়। বৃহস্পতিবার হুথি সমর্থিত ইয়েমেন সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি একথা জানান।
সারিয়ি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন সামাদ-৩ দিয়ে এ হামলা চালানো হয়েছে । ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে আঘাত হানে। ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এ হামলা চালান হয়েছে বলেও জানান তিনি।
গেল ১৩ সেপ্টেম্বর রোববার, ইয়েমেনে রাজধানীর সানায় হুথি অবস্থানে বিমান হামলা চালায় সৌদি আরব।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।