ভানুয়াতুতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১৪ জন

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭

ভানুয়াতুতে ভূমিকম্পে নিহত ১৪

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই কম্পনে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০ মানুষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে চারজন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ছয়জন এবং একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরও মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভানুয়াতুর পুলিশ জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ৭ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন পোর্ট ভিলার হাসপাতালে মারা যান, ছয়জন ভূমিধসে এবং চারজন ধসে পড়া একটি ভবনের নিচে চাপা পড়ে নিহত হন। ধসে পড়া ওই ভবন থেকে আরও লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (OCHA) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সবচেয়ে মারাত্মক প্রভাব প্রায় ১ লাখ ১৬ হাজার মানুষের ওপর পড়তে পারে। ভানুয়াতুর পুলিশের শেয়ার করা ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে এবং ভাঙা ভবনের নিচে প্রবেশ করে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে তিনজনের জীবিত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দা মাইকেল থম্পসন জানিয়েছেন।

উদ্ধারকারীরা হাতের কাছে থাকা যন্ত্রপাতি, যেমন কংক্রিট কাটার যন্ত্র, হাতুড়ি, এমনকি হাত দিয়েও ধ্বংসস্তূপ সরিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ইতোমধ্যে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে বিশেষ দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ফিজির কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এরকম দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই দেশের জন্য সহযোগিতা এবং মানবিক সহায়তা ত্বরান্বিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top