অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
Nasir Uddin | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫
ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। খবর রয়টার্স।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আরও ৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে মার্কিন সামরিক বিমান অভিবাসীদের গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে।
ভারত ছাড়াও এর আগে মার্কিন বিমানে করে গুয়েতেমালা, পেরু, হুন্ডুরাস, ব্রাজিলে অবৈধ অভিবাসী পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিকের পরিচয় যাচাই করা হয়েছে। এই থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ভারত সরকারও সম্পৃক্ত। সম্ভবত এই প্রথম কোনো ফ্লাইট যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে দিচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর একটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে করে এই ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। মজার তথ্য হলো, ইউএস এয়ার ফোর্সের সি-১৭ বিমানটিতে ২০৫ জন যাত্রীর জন্য একটি টয়লেট থাকে সাধারণত। তবে এটিতে যদি নতুন করে এয়ার-ট্রান্সপোর্টেবল গ্যালি বা রান্নাঘর দিয়ে সজ্জিত করা হয় তবে টয়লেটের সংখ্যা বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আগ্রহী ভারত। তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও নথিবিহীন ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি দেখা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে ‘দুই বন্ধুর’ বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে, মোদি ফ্রান্স সফর শেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন। আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেন, মোদির সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।