বুধবার, ২৬ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী নিমিৎজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪

ইউএসএস নিমিৎজ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পারস্য উপসাগরে আবারও বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস নিমিৎজ নামের রণতরীটি ইতোমধ্যে হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগর পানিসীমায় প্রবেশ করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, পারস্য উপসাগরে একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিৎজ। এর সাথে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। বিবৃতিতে আরও জানানো হয়, পারস্য উপসাগর অঞ্চলে মিত্রদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইক গ্রুপ।

২০১৯ সালে নভেম্বরে পারস্য উপসাগর ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন। যুক্তরাষ্ট্রের প্রধানতম বৈরি দেশ ইরানের সাথে বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে ইউএসএস নিমিৎজ-এর পারস্য উপসাগরে অবস্থান খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্র একাই তা বহাল রাখবে এবং রাশিয়া-চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেবে না। পম্পেও জানিয়েছিলেন, ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন সবই করবে আমেরিকা।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top