রাজতন্ত্র চ্যালেঞ্জ করে বিক্ষোভ বাড়ছে থাইল্যান্ডে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৩

রাজাকে চ্যালেঞ্জ করে থাই রাজপ্রাসাদের সামনে বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

থাই রাজা মাহা ভাজিরালংকন এর শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার দ্বিতীয় দিনের মত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেছে হাজার হাজার গণতন্ত্রপন্থি প্রতিবাদী।

অনেকগুলো দাবির মধ্যে অন্যতম হলো রাজার ক্ষমতাকে ঢেলে সাজানো। দুইমাস ধরে থাই রাজা এবং সেনাবাহিনী প্রভাবিত শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ। দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া প্রতিবাদ বড় ধরণের বিক্ষোভে রূপ নেয় ১৯ সেপ্টেম্বর থেকে।

রাজার ক্ষমতা এবং সরকারে পুনর্গঠন দাবি করেছে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। পাশাপাশি পুলিশকে নতুন করে সাজানোর দাবি জানিয়েছে প্রতিবাদীরা। এজন্য অক্টোবরে বড় ধরণের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন থাই প্রতিবাদকারীরা। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে হাজার মানুষের প্রতিবাদে।

এখন পর্যন্ত থাই রাজ প্রাসাদ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। রাজা বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন না।
হাজার মানুষের এ বিক্ষোভ ঘিরে রেখেছে শত শত নিরস্ত্র পুলিশ। দাবি অনুযায়ি পুলিশ সদর দপ্তরে যেতে দেয়াকে নিজেদের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিক্ষোভকারী নেতরা। তবে এ নিয়ে তাৎক্ষনিক কোন মন্তব্য করেনি থাই পুলিশ।

এদিকে, রোববার শুরু হওয়া বিক্ষোভ বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। আগামী ১৪ই অক্টোবর বড় ধরণের বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থী প্রতিবাদীরা। ১৯৭৩ সালের ওই দিনটি ছিল ছাত্র আন্দোলনের জন্য স্মরণীয়।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top