রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

চীন-পাকিস্তানসহ ৫ দেশের ৮০ হাজার সেনার রাশিয়ায় বৃহত্তম সামরিক মহড়া

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

রাশিয়ার সেনাবাহিনীর মহড়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়ার দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে বৃহত্তম সামরিক মহড়া। ককেশাস-২০২০ নামে এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে পাঁচটি দেশের ৮০ হাজার সেনা। আর পর্যবেক্ষক হিসেবে থাকছে আরও পাঁচ দেশের প্রতিনিধি।

এক বিবৃতিতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর সাথে সামরিক সম্পর্কের মাধ্যমে কৌশলগত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এ মহড়ার লক্ষ্য। মহড়ায় অংশ নিচ্ছে আর্মেনিয়া, বেলারুশ, চীন, মিয়ানমার ও পাকিস্তান। এতে পর্যবেক্ষক হিসেবেও অংশ নিচ্ছে আজরবাইজান, ইন্দোনেশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং শ্রীলংকা।

রাশিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি কসরত দেখাবে এসইউ-২৭ এবং এসইউ৩০এসএম মডেলের যুদ্ধ বিমান। কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের মাঝামাঝি এলাকায় পরিচালিত মহড়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

মহড়া চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top