রাশিয়ার করোনা টিকা কিনবে ব্রাজিলসহ ১০ দেশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬
ইন্টারন্যাশনাল ডেস্ক:
রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ নামের টিকা কিনতে এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ১০টি দেশ চুক্তি করেছে। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও সৌদি আরবসহ ১০ টি দেশ থেকে ১২০ কোটি ডোজ টিকার অর্ডার পেয়েছে রাশিয়া।
এছাড়া, আরও অন্তত ১০টি দেশ টিকা কিনতে চায় বলে জানিয়েছে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন অন্তত ১৮০টি টিকার উদ্যোগ চালু আছে। যারমধ্যে ৩৬টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবশরীরে পরীক্ষার চলছে।
আর তৃতীয় ধাপের ট্রায়াল অর্থ্যাৎ, সাধারণ মানুষের দেহে পরীক্ষার জন্য বিশ্বে ৯টি টিকা অনুমোদন পেয়েছে। গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে রাশিয়ার টিকাই প্রথম সেই অনুমোদন লাভ করে। তবে চীনের দাবি অনুযায়ী, তারা এরও আগে সীমিত আকারে টিকার ব্যবহার শুরু করেছিল।
রাশিয়া ও চীনের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়ালও চলছে। সেইসাথে মডার্না ও ফাইজারের টিকাও প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছে।
এদিকে, রাশিয়ার টিকার শেষ ধাপের পরীক্ষা চলছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ড. রেড্ডিস ল্যাবরেটরিতে। পরীক্ষাশেষে তারা ১০ কোটি টিকা বিতরণ করবে বলে জানিয়েছে, দেশটির কয়েকটি গণমাধ্যম।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।