রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ইরানের বিরুদ্ধে একাই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫

ট্রাম্প ও তার প্রভাবশালী মন্ত্রীগন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনে তেহরানের বিরুদ্ধে নতুন করে একগাদা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘের সাড়া না পেয়ে ২১ সেপ্টেম্বর সোমবার, ইরানের বিরুদ্ধে একাই নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচীর লাগাম টেনে ধরতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ।

ট্রাম্পের এ ঘোষণায় সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রীরা। যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ।

তারা বলেন, ট্রাম্প প্রশাসন ইরান সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর লাগাম টেনে ধরতে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top