বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

নিউইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি, ট্রাম্পের প্রতিক্রিয়া: “আমি প্রার্থী হলে তিনি জিততেন না”

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক দলের এই তরুণ রাজনীতিক শহরটির ১১১তম মেয়র নির্বাচিত হয়ে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি হিসেবে ইতিহাস রচনা করেছেন। পাশাপাশি ৩৪ বছর বয়সী মামদানি গত এক শতাব্দীতে নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ মেয়রও।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। তাঁর জয়ের পর শহরজুড়ে উদযাপনের আবহ তৈরি হয়েছে। সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন থেকে শুভেচ্ছা বার্তা আসছে। ডেমোক্র্যাটরা বলছে, “নিউইয়র্কের ভোটাররা প্রমাণ করেছেন— বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিই শহরের প্রকৃত শক্তি।”

এদিকে মামদানির জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “রিপাবলিকানদের পরাজয়ের পেছনে দুটি কারণ— ব্যালটে ট্রাম্প ছিলেন না এবং সরকারের শাটডাউন। আমি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না।”

আরেক পোস্টে ট্রাম্প নিউইয়র্কের ইহুদি ডেমোক্র্যাট ভোটারদের সমালোচনা করে বলেন, “যেসব ইহুদি ডেমোক্র্যাট মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং নিজেদের সম্প্রদায়ের ক্ষতি করছেন। তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিরুদ্ধেই যাবে।”

মামদানির ঐতিহাসিক জয়ে নিউইয়র্কের রাজনীতি নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top