জাতীয় দুর্যোগ’ ঘোষণা
ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডব: নিহত ১৪০ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৯
ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমেগি প্রলয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে। প্রাণহানি, ধ্বংস ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে কেন্দ্রীয় সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে, এখানে ইতিমধ্যেই ৭১ জন নিহত, ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত। তবে আরও ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের বিভিন্ন অঞ্চলে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার জরুরি তহবিল ব্যবহার করতে পারবে এবং দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে পারবে।
এটি শুধুমাত্র কালমেগির ক্ষয়ক্ষতির জন্য নয়, বরং সপ্তাহান্তে আসন্ন ঘূর্ণিঝড় ‘উয়ান’-এর জন্য আগাম প্রস্তুতির অংশ। ফিলিপিন্সের মানুষ বর্তমানে কঠিন পরিস্থিতির মুখে, তবে সরকার ও স্থানীয়রা ত্রাণ পৌঁছে দিতে সচেষ্ট।
আমাদের প্রার্থনা, যেন ঝড়ের কবল থেকে সকল মানুষ নিরাপদে বের হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।