ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল বেলজিয়াম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৪:২৯
প্রায় এক মাস ধরে ইসরায়েলের উদ্দেশে পাঠানো একটি অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাতে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার চালানটি আটকে দেয়। ওই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা ছিল।
বেলগা নিউজের তথ্যমতে, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে যন্ত্রাংশবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের তেল আবিবে যাওয়ার কথা ছিল। এসব সরঞ্জাম তৈরি করেছে সুইস কোম্পানি সুইসটো ১২।
তবে এর দুই দিন আগে, অর্থাৎ ৭ অক্টোবর, সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ অস্ত্র চালানটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা নজরে আসে ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের। জুরিখ থেকে বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই বিমানবন্দর প্রশাসন সেটি আটকে দেয়।
ওয়ালোনিয়ার সরকারি কর্মকর্তারা জানান, “আমরা নিশ্চিত হয়েছি যে চালানটি সামরিক কাজে ব্যবহৃত হওয়ার জন্য ইসরায়েলে পাঠানো হচ্ছিল। প্রচলিত আইন অনুসারে আমরা বিমানটির চালক ও ক্রুদের কাছে সুইস রপ্তানি লাইসেন্স ও ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স প্রদর্শনের অনুরোধ জানাই, কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়। ফলে বিমানটি এখনও লেইজ বিমানবন্দরে আটকে আছে।”
এ বিষয়ে ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানোর ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।