মেক্সিকোর প্রেসিডেন্টকে যৌন হেনস্তা, চুমুর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

সংগৃহীত

কল্পনা করুন, একটি দেশের প্রেসিডেন্ট জনগণের সঙ্গে কথা বলার সময় যৌন হেনস্তার শিকার হচ্ছেন! মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম সম্প্রতি এমন ঘটনারই মুখোমুখি হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী মেক্সিকো সিটিতে সরকারি এক বৈঠক থেকে অন্য বৈঠকে হেঁটে যাওয়ার সময় মদ্যপ এক ব্যক্তি তাকে পেছন থেকে স্পর্শ করেন এবং চুমু দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি যখন চুম্বনের জন্য ঝুঁকছেন এবং শরীর স্পর্শ করছেন, প্রেসিডেন্ট আলতোভাবে তার হাতটি সরিয়ে দেন। এমনকি তাকে হাসিমুখে বলতে শোনা যায়, ‘আতঙ্কিত হবেন না।’ নিরাপত্তা কর্মকর্তারা হস্তক্ষেপের আগেই যদিও এই ঘটনা ঘটে।

জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার চেষ্টা করা এই নারী প্রেসিডেন্ট বুধবার জানান, তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে!”

এই ভিডিও দ্রুত ভাইরাল হলেও পরে কিছু অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাটি লিঙ্গভিত্তিক সহিংতা ও পুরুষতন্ত্রে ডুবে থাকা মেক্সিকোর নারীদের নিরাপত্তাহীনতার চিত্রটি আবারো তুলে ধরেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top