ইসরায়েলে মৃত্যুদণ্ড বিল পাস, অ্যামনেস্টির তীব্র নিন্দা; কারণ কী?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:১০

সংগৃহীত

ইসরায়েলে বিতর্কিত ‘সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড’ চালুর একটি বিলের প্রথম দফা অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির উত্থাপিত এই সংশোধনী বিলটি কনেসেটে ৩৯-১৬ ভোটে পাস হয়। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের সমর্থনেরই ইঙ্গিত।

বিল অনুযায়ী, যারা বর্ণবাদী উদ্দেশ্যে অথবা ইসরায়েল রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ইসরায়েলিকে হত্যা করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

তবে সমালোচকরা বলছেন, আইনটির ভাষা এমনভাবে লেখা হয়েছে যে, এটি কার্যকরভাবে শুধুমাত্র ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ইহুদি চরমপন্থীদের ক্ষেত্রে নয়।

এই বিতর্কিত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার কর্মকর্তা এরিকা গুয়েভেরা রোসাস বলেন, এটি এমন একটি বিল যা কার্যত কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে।

তিনি এটিকে 'রাষ্ট্র অনুমোদিত হত্যা' এবং নিপীড়ন ও বৈষম্যের অস্ত্র হিসেবে আখ্যা দেন। অ্যামনেস্টির মতে, ইসরায়েলি সংসদের এই সিদ্ধান্ত দেশটির বর্ণবাদী নীতি ও গণহত্যার দায়মুক্তিরই বিপজ্জনক ফলাফল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top