সিচুয়ানে উদ্বোধনের মাসেই ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ চীনা সেতু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৩১
চীনের সিচুয়ান প্রদেশে উদ্বোধন হওয়ার কয়েক মাস পরই ভেঙে পড়ল একটি নবনির্মিত গুরুত্বপূর্ণ সেতু। মঙ্গলবার এই ধসের ঘটনা ঘটে। এই সেতুটি সিচুয়ান ও তিব্বত মালভূমির মধ্যে সংযোগ স্থাপনকারী হাইওয়ের একটি অংশ ছিল, যা এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল হয়ে পড়া একটি পাহাড়ি ঢিবি ভেঙে ভূমিধসের ফলে সেতুটির একটি অংশ ধসে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
ভূমিধসের তীব্রতার কারণে রাস্তার উপরিভাগ এবং সেতুর প্রবেশপথ সম্পূর্ণ ধসে গেছে বলে চীনা কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে। দুর্ঘটনার পরপরই শহর মারকাং-এর পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সকল প্রকার যানবাহনের জন্য বন্ধ করে দিয়েছে। এর আগেই সড়কে ফাটল দেখা গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান 'সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ'-এর পোস্ট করা ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। এ বছরের শুরুতে কাজ শেষ হওয়া এমন একটি গুরুত্বপূর্ণ সেতু এতো দ্রুত ভেঙে পড়ায় প্রশ্নের মুখে নির্মাণ কাজের মান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।