গাজায় আন্তর্জাতিক সেনা: ট্রাম্পের প্রস্তাবে জাতিসংঘের সায়!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:২৭
গাজার ভবিষ্যৎ নিয়ে এক বড় পদক্ষেপ! ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় এবার সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার মূল বিষয় হলো—গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠন করা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব পাসের পক্ষে ভোট দিয়েছে ১৩টি সদস্য দেশ। উদ্দেশ্য পরিষ্কার—আইএসএফের কাজ হবে এলাকাকে সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, এই বাহিনীর প্রধান দায়িত্বগুলোর মধ্যে থাকবে হামাসসহ অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা। প্রস্তাব অনুযায়ী, আইএসএফ ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি নতুন ফিলিস্তিনি পুলিশও গঠন করা হবে।
তবে গাজার শাসকদল হামাস এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এই পরিকল্পনা গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা ফিলিস্তিনি জনগণ মানতে রাজি নয়। তাদের আশঙ্কা, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়ায় এই বাহিনী নিরপেক্ষতা হারাবে।
গাজার শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সমর্থন মিললেও, হামাসের বিরোধিতার মুখে ট্রাম্পের এই পরিকল্পনা শেষ পর্যন্ত কীভাবে বাস্তবায়িত হয়, সেটাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান জিজ্ঞাসা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।