মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের পর্যটককে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪২

সংগৃহীত

একা ভ্রমণে গিয়েছিলেন নিউজিল্যান্ডের এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়া ও অশালীন আচরণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে অটোরিকশা ভ্রমণের সময়।

পর্যটক নারী বলেন, প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। তবে স্কুটার চালানো এক যুবক তাকে বারবার অনুসরণ করছিল। কিছুক্ষণ পর যুবক এসে তার সঙ্গে কথা বলতে চাইলে বন্ধুসুলভ আচরণ দ্রুত অশালীন ও ভয়জনক রূপ নেয়। যুবক সরাসরি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। ভয় পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি সে এমন আচরণ করবে। না বলার পরও এমন কাজ করা হয়েছে যা আমাকে ভয় দেখিয়েছে। এটি একা নারী হিসেবে ভ্রমণের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়েছে।”

পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top