ওয়ার্ল্ড চিল্ড্রেন’স ডে: শিশুদের অধিকার ও কণ্ঠস্বর তুলে ধরার বৈশ্বিক উদ্যোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড চিল্ড্রেন’স ডে। জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে ইউনিসেফের উদ্যোগে এই বৈশ্বিক দিবসটি উদযাপিত হয় শিশুদের জন্য এবং শিশুদের সক্রিয় অংশগ্রহণে। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা তাদের জীবন, স্বপ্ন, অনুভূতি ও অধিকার সম্পর্কে নিজেরাই উচ্চকণ্ঠে কথা বলে।
‘মাই ডে, মাই রাইটস’—আমার দিন, আমার অধিকার
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শিশুরা এমন এক পৃথিবীর যাত্রা শুরু করে, যার অনেক সিদ্ধান্তই তাদের নিয়ন্ত্রণে থাকে না। তবুও পৃথিবীর প্রতিটি শিশু জন্মগতভাবে কিছু মৌলিক অধিকার নিয়ে বেড়ে ওঠে—নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার, এবং নিজের কথা স্পষ্টভাবে বলার অধিকার। এই অধিকারগুলোই তাদের সম্ভাবনা, স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তোলে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।