বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের সঙ্গে মামদানির বৈঠক: হোয়াইট হাউসে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:২৯

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন। এই বহুল আলোচিত বৈঠকটি আগামীকাল, শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। মামদানি আগেই সাংবাদিকদের আভাস দিয়েছিলেন যে তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করছে।

এই সাক্ষাৎটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ মেয়র নির্বাচনে মামদানিকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছিল। ট্রাম্প নিজে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের সরকারি বরাদ্দ আটকে দেবেন। মামদানির বিরুদ্ধে প্রচারে প্রায় ২৪০ কোটি ডলার ব্যয় করা হয়েছিল। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি।

আসন্ন ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণের কথা রয়েছে। নির্বাচনের আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এই সাক্ষাৎ দুই নেতার মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top