শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৮:১২

ছবি: সংগৃহীত

 ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। সেনা মোতায়েনের মাধ্যমে শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগে প্রশাসনের মামলার পর বিচারক এ আদেশ দিয়েছেন।

 শুক্রবার (২১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 বৃহস্পতিবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়া কব বলেন, প্রেসিডেন্ট যে কোনো কারণে সৈন্য মোতায়েন করতে পারেন না। তিনি ট্রাম্প প্রশাসনকে ২১ দিনের সময় দিয়েছেন, যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।

 ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও, ট্রাম্প প্রশাসন জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশকিছু শহরে সেনা ও ফেডারেল এজেন্ট পাঠাচ্ছে এটি নিয়ে সমালোচনা বহুদিনের। লস অ্যাঞ্জেলেস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরেও ট্রাম্পের এই মোতায়েনকে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলো বৈষম্য, আগ্রাসী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে।

 ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য মামলাটিকে অর্থহীন প্রচেষ্টা বলে অভিহিত করেছে। তাদের দাবি, এই মোতায়েন তুলে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসি কর্তৃপক্ষের অভিযোগগুলোর ভিত্তি নেই।

 গত সেপ্টেম্বরে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্বের করা মামলায় বলা হয়, এই ধরনের অবৈধ দখল চলতে থাকলে মার্কিন গণতন্ত্র আগের মতো থাকবে না ।

 ট্রাম্প গত আগস্টে প্রথম মোতায়েনের আদেশ দেন। এ আদেশে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ২,৩০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং শতাধিক ফেডারেল এজেন্ট ওয়াশিংটনে পাঠানো হয়। 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top