শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

হোয়াইট হাউসে ট্রাম্প-মামদানি বৈঠক: পুরোনো বিরোধ ভুলে সৌহার্দ্যের বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫১

সংগৃহীত

হোয়াইট হাউসে প্রথমবারের মতো মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দুজনের অতীতের সাংঘর্ষিক সম্পর্ক থাকা সত্ত্বেও বৈঠকে দেখা গেল উল্টো চিত্র।

দুই নেতা কথা বলেছেন বন্ধুত্বপূর্ণ সুরে, আলোচনা করেছেন নিউইয়র্ক সিটির ক্রমবর্ধমান ব্যয় সংকট নিয়ে। ট্রাম্প মন্তব্য করেছেন, শহরটি একজন দারুণ মেয়র পেতে চলেছে।

বৈঠক শেষে ট্রাম্প জানান, তাদের মধ্যে একটি দারুণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি মামদানির নির্বাচনী সাফল্যেরও প্রশংসা করেন এবং বলেন, "আমরা দু’জনই চাই আমাদের এই প্রিয় শহর নিউইয়র্ক ভালো থাকুক।

যদিও অতীতে ট্রাম্প মামদানিকে 'জিহাদিস্ট' আখ্যা দিয়ে নাগরিকত্ব বাতিলের হুমকিও দিয়েছিলেন, এবার সেই অতীত ভুলে দু'জনেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা করছেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শে বিশ্বাসী মামদানি স্বীকার করেছেন যে তাদের মধ্যে অভিবাসন নীতিসহ বহু বিষয়ে মতভিন্নতা রয়েছে। তবে তিনি জোর দিয়েছেন, তাদের অভিন্ন লক্ষ্য হলো নিউইয়র্কবাসীর সেবা করা।

মামদানি বলেন, তাদের আলোচনা নিউইয়র্কের ৮৫ লাখ মানুষের জীবনের মান বদলানো নিয়ে, যারা জীবনযাত্রার ব্যয়ের সংকটে আছেন এবং প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে রয়েছেন।

এই বৈঠক প্রমাণ করে—রাজনৈতিক কৌশল ও ব্যক্তিগত মতবিরোধ থাকা সত্ত্বেও, স্থানীয় জনগণের স্বার্থে নেতারা এক টেবিলে আসতে পারেন। ট্রাম্প-মামদানি বৈঠক আমেরিকার রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top